সোমবার, ১৯ মার্চ, ২০১২

গোলাপ নামের মেয়েকে....

যদিও আমি কাঁটা বেশি ভালবাসি
তবু ভুল করে গোলাপের কাছে
বারবার ছুটে আসি।

বুঝতে নেই তো বাকি
গোলাপের মায়া মরীচিকা শুধু
গোলাপ মানেই ফাঁকি।

গোলাপের প্রেমে আর জড়াব না
গোলাপ তোমাকে টাটা
আমি ভালবাসি কাঁটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...