ঢাকার পথে অসহ্য জ্যাম
বেশ পুরনো কথা
একটুখানি চলবে গাড়ি
থামবে যথাতথা।
অনন্যোপায় আমজনতার
নষ্ট সময়-টাকা
কষ্ট হলেও ঘেমে-নেয়ে
জ্যামেই বসে থাকা।
বেশ হতো কাজ জ্যাম কমানোর
একটা উপায় পেলে
ভাবছি শুধু কিন্তু কোনো
বুদ্ধি নাহি মেলে।
একটি নতুন ভাবনা হঠাৎ
মাথার ভেতর খেলে
তাড়াবো জ্যাম আলাদিনের
যাদুর চেরাগ জ্বেলে।
এখন থেকে সব গাড়িতে
দাও লাগিয়ে পাখা
উড়বে গাড়ি শূন্যে তখন
রাস্তা হবে ফাঁকা।
বেশ পুরনো কথা
একটুখানি চলবে গাড়ি
থামবে যথাতথা।
অনন্যোপায় আমজনতার
নষ্ট সময়-টাকা
কষ্ট হলেও ঘেমে-নেয়ে
জ্যামেই বসে থাকা।
বেশ হতো কাজ জ্যাম কমানোর
একটা উপায় পেলে
ভাবছি শুধু কিন্তু কোনো
বুদ্ধি নাহি মেলে।
একটি নতুন ভাবনা হঠাৎ
মাথার ভেতর খেলে
তাড়াবো জ্যাম আলাদিনের
যাদুর চেরাগ জ্বেলে।
এখন থেকে সব গাড়িতে
দাও লাগিয়ে পাখা
উড়বে গাড়ি শূন্যে তখন
রাস্তা হবে ফাঁকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন