উনিশশত নব্বই সালের
সাতাশ ডিসেম্বরে
একটি মেয়ের হয় আগমন
বিশ্ব চরাচরে।
সময় পেরোয়, স্নেহের ছায়ায়
হয় সে বড় ধীরে
বাবা-মায়ের কত্ত আশা
মেয়েটিকে ঘিরে।
শান্ত-সুবোধ মিষ্টি মেয়ে
কথায় ভারি পাকা
দুই চোখে তার কৌতূহল আর
স্বপ্ন শত আকাঁ।
হাসিতে তার মুক্তো ঝরে
বাজে মোহন বাঁশি
মেধাবী সে, পরীক্ষাতে
একশ' তে পায় আঁশি।
পুষ্প আকাশ সাগর নদী
জোসনা রাতের আলো
রাতের পাখি নীল জোনাকি
তার লাগে বেশ ভালো।
সারা দিনের কাজের ফাঁকে
একটু অবসরে
রঙ-তুলিতে ছবি আঁকে
কিংবা সে গান করে।
রুমন নামের সেই মেয়েটি
আমার স্বজন ছিল
উতল হাওয়ার প্রবঞ্চনা
উড়িয়ে তাকে নিল।
সাতাশ ডিসেম্বরে
একটি মেয়ের হয় আগমন
বিশ্ব চরাচরে।
সময় পেরোয়, স্নেহের ছায়ায়
হয় সে বড় ধীরে
বাবা-মায়ের কত্ত আশা
মেয়েটিকে ঘিরে।
শান্ত-সুবোধ মিষ্টি মেয়ে
কথায় ভারি পাকা
দুই চোখে তার কৌতূহল আর
স্বপ্ন শত আকাঁ।
হাসিতে তার মুক্তো ঝরে
বাজে মোহন বাঁশি
মেধাবী সে, পরীক্ষাতে
একশ' তে পায় আঁশি।
পুষ্প আকাশ সাগর নদী
জোসনা রাতের আলো
রাতের পাখি নীল জোনাকি
তার লাগে বেশ ভালো।
সারা দিনের কাজের ফাঁকে
একটু অবসরে
রঙ-তুলিতে ছবি আঁকে
কিংবা সে গান করে।
রুমন নামের সেই মেয়েটি
আমার স্বজন ছিল
উতল হাওয়ার প্রবঞ্চনা
উড়িয়ে তাকে নিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন