আজও আছে কবি তোমার
স্মৃতির শহর ঢাকা
আগের মতোই ব্যস্ত পথে
ঘোরে গাড়ির চাকা।
আজও দেখি আকাশ নীলে
আজব সুতোর ঘুড়ি
মেঘনা পারের শান্ত চরে
চিলের উড়াউড়ি।
তুমিই শুধু হারিয়ে গেছো
তেপান্তরের বনে
মহাকালের যাত্রী হয়ে
একাকী নির্জনে।
চশমা ঘড়ি কালি-কলম
চেয়ার লেখার খাতা
কাতর চোখে তাড়িয়ে বেড়ায়
তোমার স্মৃতিগাথা।
তোমার শোকে গাছের পাতা
শুকনো হলুদ বরণ
নেত্র কোণে অশ্রু নিয়ে
করছি তোমায় স্মরণ।
স্মৃতির শহর ঢাকা
আগের মতোই ব্যস্ত পথে
ঘোরে গাড়ির চাকা।
আজও দেখি আকাশ নীলে
আজব সুতোর ঘুড়ি
মেঘনা পারের শান্ত চরে
চিলের উড়াউড়ি।
তুমিই শুধু হারিয়ে গেছো
তেপান্তরের বনে
মহাকালের যাত্রী হয়ে
একাকী নির্জনে।
চশমা ঘড়ি কালি-কলম
চেয়ার লেখার খাতা
কাতর চোখে তাড়িয়ে বেড়ায়
তোমার স্মৃতিগাথা।
তোমার শোকে গাছের পাতা
শুকনো হলুদ বরণ
নেত্র কোণে অশ্রু নিয়ে
করছি তোমায় স্মরণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন