গ্রীষ্ম এলে মনের ভেতর ভাবনা শত জাগে
মুক্ত স্বাধীন আহা কতই সুখী ছিলাম আগে।
কাটিয়ে দিতাম সারাটা দিন পাড়ায় পাড়ায় ঘুরে
গাঁ'কে ছেড়ে মা'কে ছেড়ে এখন দূরে।
গাঁয়ের কথা স্মরণ হলে মন যে কেমন করে
এক নিমেশেই দু'চোখ আমার অশ্রুতে যায় ভরে।
জীবন নিয়ে ব্যস্ত ভীষণ পাই না খানিক ছুটি
তবুও বুনি গাঁয়ে ফেরার স্বপ্ন মুঠি মুঠি।
আম-কাঁঠালের ছায়ায় ঘেরা মামার বাড়ির ছবি
সেই না নদী বিল খেয়াঘাট চোখে ভাসে সবি।
মামার বাড়ির প্রতি আমার আজও অশেষ প্রীতি
গ্রীষ্ম এলে মনে পড়ে ছেলেবেলার স্মৃতি।
মুক্ত স্বাধীন আহা কতই সুখী ছিলাম আগে।
কাটিয়ে দিতাম সারাটা দিন পাড়ায় পাড়ায় ঘুরে
গাঁ'কে ছেড়ে মা'কে ছেড়ে এখন দূরে।
গাঁয়ের কথা স্মরণ হলে মন যে কেমন করে
এক নিমেশেই দু'চোখ আমার অশ্রুতে যায় ভরে।
জীবন নিয়ে ব্যস্ত ভীষণ পাই না খানিক ছুটি
তবুও বুনি গাঁয়ে ফেরার স্বপ্ন মুঠি মুঠি।
আম-কাঁঠালের ছায়ায় ঘেরা মামার বাড়ির ছবি
সেই না নদী বিল খেয়াঘাট চোখে ভাসে সবি।
মামার বাড়ির প্রতি আমার আজও অশেষ প্রীতি
গ্রীষ্ম এলে মনে পড়ে ছেলেবেলার স্মৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন