রবিবার, ১১ মার্চ, ২০১২

ইচ্ছেপরি বাজায় বাঁশি


(আদুরে বন্ধু আরিবার জন্য)


মিষ্টি হাসির রোল ছড়ানো
তিন বছরের ছোট্ট খুকি
চাঁদের মতো মুখখানা তার
তাই বুঝি নাম চন্দ্রমুখী।

চঞ্চু দুটো শিশির মোড়া
নয়ন-জোড়া কাজল কালো
শান্ত স্বরের দুষ্টুমিতে
সারা ঘরে ছড়ায় আলো।

রঙের কণা উছলে পড়ে
রোজ অপলক দৃষ্টি জুড়ে
পরশ পেলে খেলার ছলে
মায়ায় বাঁধে মোহন সুরে।

কোমল ভাষায় চপল আশায়
ইচ্ছেপরি বাজায় বাঁশি
জোসনালোকে মায়ের চোখে
উথলে ওঠে স্বপ্নরাশি।

কচি প্রাণের কলকাকলি
আজকে সবার মন জুড়ালো
রইল আশিস স্নেহ অপার
ছোট্ট মণি থেকো ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...