গ্রাম-শহরে অনেক
শিশুই
চোখে পড়ে নিত্য
দুই ঠোঁটে নেই
হাসির ঝিলিক
বিষাদ-ভরা চিত্ত।
চুলগুলো সব এলোমেলো
দেহখানি শীর্ণ
পরনে যা তা-ও ছেঁড়া
ময়লা-লাগা জীর্ণ।
ড্রেনে-খাদে হাতড়ে
বেড়ায়
পায় না খেতে
খাদ্য
নেই তো মোটে
মানুষ হয়ে
বেঁচে থাকার সাধ্য।
তোমরা যারা বিত্তশালী
সুখে আছ মস্ত
ওদের দিকে একটু
বাড়াও
ভালোবাসার হস্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন