স্বাধীনতা উদার আকাশ, মুক্ত পাখির ডানা
যেদিক খুশি উড়ে যেতে নেই কোনো যার মানা।
এই তো উড়াল গাছের শাখায় সবুজ পাতার ফাঁকে
ছুটবে আবার দূরের বনে আটকাবে কে তাকে?
স্বাধীনতা হাঁসের সাঁতার নদীর অবাধ গতি
ফুল বাগানের ঘাসফড়িং আর রঙিন প্রজাপতি।
ইচ্ছে মতন খাতার পাতায় লেখন আঁকিবুঁকি
মিষ্টি হাসির রোল ছড়ানো চার বছরের খুকি।
স্বাধীনতা মেঘের কোলে সুতো ছেঁড়া ঘুড়ি
রিনিঝিনি ছন্দে ভরা মায়ের হাতের চুড়ি।
স্বাধীনতা অসীম সাহস নীল পাহাড়ের চূড়োয়
অচিন গাঁয়ের যে মেয়েটি শুকনো পাতা কুড়োয়।
স্বাধীনতা হাওয়ার দোলা ছোট্ট নায়ের পালে
স্বাধীনতা পথের ধারে কিংবা জেলের জালে।
অপূর্ব সুর সুষমাময় রাখালিয়া বাঁশি
স্বাধীনতার স্বপ্নে বিভোর মজুর-কুলি-চাষী।
স্বাধীনতা আমার লেখা কবিতা ও ছড়া
সবার চেনা একটি নিশান সবুজ-লালে গড়া।
চোখ জুড়ানো বাংলাদেশের শ্যামল-কোমল ভূমি
এরই মাঝে আছো প্রিয় স্বাধীনতা তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন