বুনোলতার ঝোঁপের মত
সবুজ আমার দেশ
প্রজাপতির ডানায় ঢাকা
রোদেল পরিবেশ।
আমের ডালে পাতার ফাঁকে
কোকিল টিয়ে গায়
দখিন হাওয়া কাশের বনে
দোলা দিয়ে যায়।
বুকে জাগায় সুখের আবেশ
ভাটিয়ালির সুর
দূরের গাঁয়ের শর্ষে ক্ষেতও
রঙের সমুদ্দুর।
জোনাক-জ্বলা জোসনা রাতে
ঘরে থাকা দায়
চাঁদ-তারারা ডাকতে থাকে
আয়রে কাছে আয়।
সকাল-সাঁঝে হাওয়ায় ভাসে
কাঁঠালচাঁপার ঘ্রাণ
রূপ-অপরূপ দেশটা আমার
নেয় কেড়ে নেয় প্রাণ।
সবুজ আমার দেশ
প্রজাপতির ডানায় ঢাকা
রোদেল পরিবেশ।
আমের ডালে পাতার ফাঁকে
কোকিল টিয়ে গায়
দখিন হাওয়া কাশের বনে
দোলা দিয়ে যায়।
বুকে জাগায় সুখের আবেশ
ভাটিয়ালির সুর
দূরের গাঁয়ের শর্ষে ক্ষেতও
রঙের সমুদ্দুর।
জোনাক-জ্বলা জোসনা রাতে
ঘরে থাকা দায়
চাঁদ-তারারা ডাকতে থাকে
আয়রে কাছে আয়।
সকাল-সাঁঝে হাওয়ায় ভাসে
কাঁঠালচাঁপার ঘ্রাণ
রূপ-অপরূপ দেশটা আমার
নেয় কেড়ে নেয় প্রাণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন