![]() |
| কনকচাঁপার কনকশোভা |
সুখময় ঝলমল স্বপনে বাঁচি,
তোমারই পথ চেয়ে সকাল থেকে
একটি গোলাপ হাতে দাঁড়িয়ে আছি।
সবুজাভ শাড়ি পরে আসবে তুমি
নরম কাশের মত ছুঁয়ে যাবে মন,
ইচ্ছের নীলপাখি মেলবে ডানা
শেষ বিকেলেও হবে গল্প-কথন।
তুমি নেই তাই মন আঁধারে ঢাকে
ছুটে চলি স্রোতহীন অজানা বাঁকে,
আশায় আশায় গেল কত না সকাল
আমাকে দাঁড়াতে হবে আর কতকাল!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন