মন ছুঁতে চায় চাঁদ-তারা-মেঘ
দূরের আকাশ নীল
মন হতে চায় প্রজাপতি
ধূসর ডানার চিল।
মন কেড়ে নেয় হাঁসের সাঁতার
শাপলা ফোটা ঝিল
মন ছুটে যায় পরির দেশে
নাটোর চলনবিল।
কর্ণফুলির ওই খেয়াঘাট
চাটগাঁ ডিসি হিল
মন খুঁজে পায় এক নদী সুখ
স্বপ্ন অনাবিল।
দূরের আকাশ নীল
মন হতে চায় প্রজাপতি
ধূসর ডানার চিল।
মন কেড়ে নেয় হাঁসের সাঁতার
শাপলা ফোটা ঝিল
মন ছুটে যায় পরির দেশে
নাটোর চলনবিল।
কর্ণফুলির ওই খেয়াঘাট
চাটগাঁ ডিসি হিল
মন খুঁজে পায় এক নদী সুখ
স্বপ্ন অনাবিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন