বাঁচতে হলে করতে হবে
অনেক অনেক কাজ
কাজের কোনো নেই সীমা নেই
সকাল থেকে সাঁঝ।
ঠিক সময়ে কাজের জন্য
চেষ্টা যদি হয়
এই জীবনে উন্নতি লাভ
কঠিন কিছু নয়।
সময় এবং কাজের প্রতি
শ্রদ্ধা যাদের নেই
জীবন পথে পদে পদে
হারায় তারা খেই
কর্ম ছাড়া কষ্ট থেকে
মুক্তি অসম্ভব
ভাগ্যটাকে গড়ে নিতে
পরিশ্রমই সব।
আলসেমি খুব দ্রুত ছাড়ো
সৎ কাজে দাও মন
তবেই তুমি পেতে পারো
সফলতার ধন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন