১. আজকের পৃথিবীতে উদারতা মিছে
দয়া-মায়া যা-ই বলো অর্থের নিচে
মামা-চাচা যত আছে
নিজে খেয়ে নিজে বাঁচে
সাথে সাথে ধাবমান স্বার্থের পিছে।
২. মন্দ লোকে ছেয়ে গেছে সমাজ অলিগলি
নেই একতা ভাইয়ে ভাইয়েও কেবল দলাদলি
দুঃসময়ের এমন ক্ষণে
ইচ্ছে খুবই আমার মনে
মাতৃভূমির দুখ্ ঘোচাতে বারুদ হয়ে জ্বলি।
দয়া-মায়া যা-ই বলো অর্থের নিচে
মামা-চাচা যত আছে
নিজে খেয়ে নিজে বাঁচে
সাথে সাথে ধাবমান স্বার্থের পিছে।
২. মন্দ লোকে ছেয়ে গেছে সমাজ অলিগলি
নেই একতা ভাইয়ে ভাইয়েও কেবল দলাদলি
দুঃসময়ের এমন ক্ষণে
ইচ্ছে খুবই আমার মনে
মাতৃভূমির দুখ্ ঘোচাতে বারুদ হয়ে জ্বলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন