গাছের ডালে টুনটুনিরা
ডাকে মধুর সুরে
কোকিল পাখির মিষ্টি গানে
ঘুম ভেঙে যায় ভোরে।
বাইরে দেখি বন-বাগানের
সবুজ গাছে গাছে
নাম না-জানা হাজার পাখি
গান করে আর নাচে।
স্বাধীন পাখি নীল আকাশে
ডানা মেলে উড়ে
কেউ বা আবার গানের পাখি
মারে বুলেট ছুঁড়ে।
সন্ধে হলে সকল পাখি
ফিরে আপন নীড়ে
আমার ভীষণ ইচ্ছে করে
হারাই ওদের ভিড়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন