সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

বৃষ্টি নামের বোনটি আমার



ছয় বছরের বোনটি আমার
নাম হলো তার বৃষ্টি
এক-দুটো নয় একসাথে সে
চায় চকোলেট বিশটি।

হয় সে খুশি যখন নামে
রিমঝিমিয়ে বিষ্টি
চাঁদ-তারা-মেঘ ফুল-পাখিরাও
আমার বোনের ইষ্টি।

মনের মতো খেলনা পেলে
দেয় সে হেসে মিষ্টি
তার প্রতি রয় সদাই আমার
ভালোবাসার দিষ্টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...