রক্তজবার স্নেহে হয়েছ মিতা
আজ থেকে তুমি মোর অপরাজিতা।
কুসুম কোমল ওই লতার কোলে
নীলে ঝিলমিল ফুল যখন দোলে
হাওয়ার কাঁপনে জাগে কত না কথা
আমার মনেও তুমি আলোকলতা।
নয়ন জুড়াও তুমি অসীম নীলে
নিজেকে হারাই সেই রঙমিছিলে
নিবিড় আবেগে মনও রাঙিয়ে দিলে।
কাছে এসো ওগো মোর অপরাজিতা
বেঁধে দেব তব চুলে মায়াবী ফিতা
আমি আজ সকালের ও প্রজাপতি
তোমার পাপড়ি ছুঁয়ে করি মিনতি:
ভালোবাসাময় নীল আলো ছড়িয়ে
অপরাজিতার মতো নিও জড়িয়ে
সারাটা জীবন রঙে দিও ভরিয়ে।
৩ ফাল্গুন ১৪২৮
চট্টগ্রাম
চট্টগ্রাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন