মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

রক্তজবার পদ্য

১. কোকিলের কুহুতানে ভ্রমরের গুঞ্জনে 

এসেছে ফাগুনবেলা।

গাছেতে নতুন কুঁড়ি ফুলের মিষ্টি রূপে

বসেছে রঙের মেলা।

শিমুলের কচি ডালে একজোড়া টিয়ে যেন

মেতেছে প্রেমের সভায়।

অনেক ফুলের শোভা ডাকছে তবুও আমি

মেতে আছি রক্তজবায়।। 

২. চাপ লেগে ডাক গেছে ভুলে

দেখলাম ঘুমলাগা চোখ খুলে

বিপুল স্বপ্নজড়ানো নাতিদীর্ঘ ভ্রমণ শেষে

ক্লান্ত পান্থপাদপ ফের উঠেছে জেগে জোড়া রক্তজবার স্মৃতির আবেশে

নাগকেশরেরর ওই তামাটে পাতার কোলে

স্মৃতিকাতর মন কাকে খোঁজে অনুক্ষণ হৃদয় যেন বাসরলতার মতো দোলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...