মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

প্রথম দেখার রক্তজবা









রঙিন ফুলের মায়ায় ভরা
শুভ্র আলোর প্রাতে
শান্ত মনে তোমার জন্য 
ছিলেম অপেক্ষাতে।

মন-কোকিলের কুহু সুরে
বাতাস তখন মাতে
তুমি এলে সদ্য ফোটা
রক্তজবা হাতে।

স্নিগ্ধ হেসে একজোড়া ফুল 
দিলে উপহার 
প্রশান্তিতে আমার মনে
আনন্দ ঝংকার।

সদ্য ফোটা রক্তজবার 
হলদে ক'টি রেণু
মন-মননে বাজায় যেন
অপার প্রীতির বেনু।

ফুল দুটিকে আলতো করে
বুকপকেটে রেখে
কাটল বেলা অনেক ফুলের
রঙের চমক দেখে।

কল্পনাতে তোমার পায়ে
পরিয়ে রূপার নুপূর
ফুলের শোভায় পাখির সভায়
নেমে এলো দুপুর।

ফেরার পথে ফুল দুটিকে 
দেখছি ছুঁয়ে হাতে 
মুগ্ধ হৃদয় ভাবছে যেন
চলছি তোমার সাথে।

পেরিয়ে বিকেল, পাখির ডানায়
নামল প্রথম সন্ধ্যে
বদলে যাওয়া জীবন পেলাম 
তোমার স্মৃতির গন্ধে।

আজও আমার বাগানজুড়ে
কত না ফুল ফোটে
সব ছাপিয়ে রক্তজবার
ছবিই ভেসে ওঠে।

ভালোবাসার ফুলদানিতে 
বুকের খুবই কাছে
প্রথম পাওয়া রক্তজবা
যত্নে রাখা আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...