একদিন তোমাকে কত নামেই না ডেকেছি, ভেবে আজ ভীষণ আনমনা বোধ করছি। তোমার জন্য সর্বশেষ একটি নাম ঠিক করেছি। বাকি জীবন তোমাকে আমি এই নামেই ডাকব। 'আশ্চর্য প্রদীপ'। হ্যা, আশ্চর্য প্রদীপের মতোই তুমি আমায় বদলে দিয়েছিলে। সত্যি বলছি, নিজের অজান্তেই আমি অনেকখানি বদলে গিয়েছিলাম। যার প্রেরণা কেবল তুমি। আমার স্পর্শে তোমার জীবন-স্বপ্নেও বেজেছিল পরিবর্তনের সুর।
আজ দু'জনের নিঃসীম দূরত্বও আমাদের বদলে দিয়েছে, অন্যভাবে। মানুষ তো প্রতিদিনই বদলায়, শরীরের বয়েস বাড়ে, চিন্তা-বোধে রূপান্তর ঘটে। আর আশ্চর্য প্রদীপের আলোয় ঝলসানো আমি, আমার সবটুকু পরিবর্তনই ইতিবাচক। নৈকট্যের সম্পূর্ণ বিপরীতে আমরা দাঁড়িয়ে, তবু আমি আশাবাদী। ভালো থেকো 'আশ্চর্য প্রদীপ'।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন