মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৩

মাধবীলতা, আমার স্বপ্ন বাঁচে তোমার জন্য


রমনা উদ্যানের ওই মাধবীলতা গাছটি আমার প্রিয়, পরম প্রিয়। তারচেয়েও প্রিয় মিষ্টি সুরভিমাখা ফুলগুলো
যার দুর্লভ প্রস্ফুটন শুধু একবার চোখ মেলে দেখব বলে এ তরুণ নিসর্গীর সে কী আকুলতা, অধীর অপেক্ষা!
 

লতাগুল্মটি কেবলই গাছ নয়, সে এখন আমার অস্তিত্বের অংশ, চোখের প্রশান্তি আর বুকের জমিনে প্রোথিত ভালবাসার রক্তাক্ত ইতিহাস।
নিশ্চয় মনে পড়ে, পার্কের ওই মাধবীলতাটি নিজেকে ছাড়িয়ে উঁচু আমগাছে বিছানা পেতেছে।
আমার কাছে আমগাছটিকে খু্ব ভাগ্যবান, ভীষণ সুখী মনে হয়।
তারপর থেকে আমার আমগাছ হতে ইচ্ছে করে। মাধবীলতা দু
হাতে আমাকে জড়িয়ে ধরেছে এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে!


কসমস চত্বরের পামগাছের ছবিও চোখে ভাসে- যার ছায়ায় দাঁড়িয়ে মাধবীলতা স্মৃতির আলোকচিত্রে সোনালি স্বপ্ন আঁকে।
পামগাছ হতে পারলে নিশ্চয় কোনো একদিন পাশে দাঁড়িয়ে মাধবী আমায়ও ধন্য করবে।
দু
টি জবাফুলের মাঝখানে দাঁড়িয়ে মাধবীর কাজলচোখ যখন মায়ার দ্যুতি ছড়ায়, আমার হৃদয় তখন রক্তজবার মতো নেচে ওঠে।

সৃষ্টিসেরা মানুষ আমি
মাধবীর সৌরভে ধন্য, সকালের রূপে অনন্য
মাধবীলতা, তবু আমার স্বপ্ন বাঁচে তোমারই জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অর্কিড কাঞ্চনে মুগ্ধতা

পৌষের এক কুয়াশামোড়ানো সকালে প্রকৃতির একটু সবুজ ছোঁয়া পেতে গিয়েছিলাম রাজধানীর রমনা পার্কে। শীতের চাদর ফুঁড়ে এক চিলতে রোদের ঝিলিক ভারী মিষ্টি ...