মাথার ওপর নির্মল
আকাশ, উজ্জ্বল রোদে সোনালি ঝিলিক খেলে নুয়ে
পড়ে পরিপুষ্ট ধানের শীষ। এরপর বাতাসে হিমভাব, জীবনানন্দের ‘রূপশালী ধানভানা রূপসীর
শরীরের ঘ্রাণ’ কিংবা পাড়া-গাঁয়ে নতুন ধানের গন্ধে উৎসবের আনন্দবার্তা; এই বাংলার চিরচেনা
হেমন্ত। কুয়াশার চাদরে ঢাকা হেমন্তের এমন মনোরম দিনে সবুজপাতার কোলে একগুচ্ছ হালকা
বেগুনি ফুলের উচ্ছ্বাস আমাদের জন্য নিঃসন্দেহে বাড়তি পাওয়া।
কার্তিক মাসে দেবকাঞ্চন গাছে ফুল ফুটতে শুরু করে, পাতার ফাঁকে ডালগুলো ফুলে ফুলে ভরে ওঠে। স্নিগ্ধ সৌরভ সঙ্গে আকর্ষণীয় পাঁচটি বেগুনি পাপড়ির সমাহারে দেবকাঞ্চন (Bauhinia purpurea) হেমন্তের প্রকৃতিতে সৌন্দর্যের এক ভিন্ন মাত্রা তৈরি করে। হালকা বেগুনি ছাড়াও এর পাপড়ি মৃদু রক্তিম, গোলাপি বা সাদাটে হতে পারে। তবে হালকা বেগুনি রঙের দেবকাঞ্চনই বেশি চোখে পড়ে। ঠিক গুচ্ছে নয়, প্রতি শাখায় কয়েকটি করে ফুল থাকে। পাপড়িগুলো সন্নিবিষ্ট নয়, কিছুটা বিচ্ছিন্ন। মাঝারি আকারের দেবকাঞ্চন গাছে শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল থাকতে পারে।
কার্তিক মাসে দেবকাঞ্চন গাছে ফুল ফুটতে শুরু করে, পাতার ফাঁকে ডালগুলো ফুলে ফুলে ভরে ওঠে। স্নিগ্ধ সৌরভ সঙ্গে আকর্ষণীয় পাঁচটি বেগুনি পাপড়ির সমাহারে দেবকাঞ্চন (Bauhinia purpurea) হেমন্তের প্রকৃতিতে সৌন্দর্যের এক ভিন্ন মাত্রা তৈরি করে। হালকা বেগুনি ছাড়াও এর পাপড়ি মৃদু রক্তিম, গোলাপি বা সাদাটে হতে পারে। তবে হালকা বেগুনি রঙের দেবকাঞ্চনই বেশি চোখে পড়ে। ঠিক গুচ্ছে নয়, প্রতি শাখায় কয়েকটি করে ফুল থাকে। পাপড়িগুলো সন্নিবিষ্ট নয়, কিছুটা বিচ্ছিন্ন। মাঝারি আকারের দেবকাঞ্চন গাছে শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল থাকতে পারে।


