কার্জন হলের ওই সবুজ চাদরে
ঝরা পাতা, বর্ণিল ফুলের আদরে
হাসিখুশি-ভরা সেই মায়াবী বিকেলে
গাছে গাছে চিক চিক রোদ্দুর খেলে।
ভালোবাসা জড়াজড়ি পাতায়, লতায়
হৃদয় উষ্ণ হলো কথায় কথায়।
তুমি ছিলে পাশে তাই আলো চারপাশে
বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল ঘাসে ঘাসে।
গোধূলির রং মেখে নামে সন্ধ্যে
আমরাও হেঁটে চলি সুরে-ছন্দে
স্মৃতির টিএসসিতে এক কাপ চায়ে
আবেগে মধুর হাওয়া জড়িয়েছি গায়ে।
ফুরায় না কথা তবু দিতে হয় যতি
আমাকে ভরালে প্রেমে ওগো মায়াবতী
ফিরে আসি সাথে নিয়ে কামিনীর সুখ
অপরাজিতায় রাঙা আমি কিংশুক।
আমরাও হেঁটে চলি সুরে-ছন্দে
স্মৃতির টিএসসিতে এক কাপ চায়ে
আবেগে মধুর হাওয়া জড়িয়েছি গায়ে।
ফুরায় না কথা তবু দিতে হয় যতি
আমাকে ভরালে প্রেমে ওগো মায়াবতী
ফিরে আসি সাথে নিয়ে কামিনীর সুখ
অপরাজিতায় রাঙা আমি কিংশুক।
.jpeg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন