যার দুর্লভ প্রস্ফুটন শুধু একবার চোখ মেলে দেখব বলে এ তরুণ নিসর্গীর সে কী আকুলতা, অধীর অপেক্ষা!
লতাগুল্মটি কেবলই গাছ নয়, সে এখন আমার অস্তিত্বের অংশ, চোখের প্রশান্তি আর বুকের জমিনে
প্রোথিত ভালবাসার রক্তাক্ত ইতিহাস।
নিশ্চয় মনে পড়ে, পার্কের ওই মাধবীলতাটি নিজেকে ছাড়িয়ে উঁচু আমগাছে বিছানা পেতেছে।
আমার কাছে আমগাছটিকে খু্ব ভাগ্যবান, ভীষণ সুখী মনে হয়।
তারপর থেকে আমার আমগাছ হতে ইচ্ছে করে। মাধবীলতা দু’হাতে আমাকে জড়িয়ে ধরেছে এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে!
নিশ্চয় মনে পড়ে, পার্কের ওই মাধবীলতাটি নিজেকে ছাড়িয়ে উঁচু আমগাছে বিছানা পেতেছে।
আমার কাছে আমগাছটিকে খু্ব ভাগ্যবান, ভীষণ সুখী মনে হয়।
তারপর থেকে আমার আমগাছ হতে ইচ্ছে করে। মাধবীলতা দু’হাতে আমাকে জড়িয়ে ধরেছে এর চেয়ে সৌভাগ্য আর কী হতে পারে!