বিকেলের ছায়ারোদে মুখর নগর
আমাদের জোড়া হাতে ছয়টি টগরপাশাপাশি দুটি মন ভালোবাসাময়
চোখে চোখ রেখে যেন থমকে সময়।
দুটি প্রাণে এত সুধা আলাপেও মিল
কার্জন হলজুড়ে কথার মিছিল।
ভীষণ মিষ্টি তুমি মায়াভরা চোখ
তাকালে ছড়িয়ে পড়ে অসীম আলোক
অফুরান প্রীতিকথা চির নির্ভয়
তোমার দু'চোখে পাই আশা, আশ্রয়।
প্রেমের মধুর রঙে হাসে ঝিলমিল
তোমার অধর পাশে স্নেহমাখা তিল
আমাকে ভীষণ টানে ছড়ায় আবেগ
কাঁপা হাতে ছুঁয়ে দিলে ঝরে পড়ে মেঘ।
চোখকাড়া মুখ তব মনকাড়া নাম
কণ্ঠেও মুগ্ধতা ঝরে অবিরাম।
কথাগানে আলাপনে সময় গড়ায়
পাতা দোলে, ফুলগুলো সুবাস ছড়ায়
আমাদের ভালো লাগে বাগানবিলাস
নীলমণি নীলে ভরে এপাশ-ওপাশ
মণিমালা নীলাকাশ গোলাপে রাঙায়
কাঠবাদামের পাতা সবুজ ছায়ায়
কী যে শোভা মনোলোভা কোমল পাতার
তোমার পরশে মনে বাজছে সেতার।
আমাদের ঘিরে থাকে আরও কত ফুল
কোকিকের কুহুতানে পরান আকুল।
গোধূলি দিনের স্রোতে বয়ে আনে ভাটা
সন্ধ্যার ছায়াপথে শুরু হয় হাঁটা
আমরাও ছুটে চলি সেই পথ ধরে
প্রাণময় কথামালা পাতা হয়ে ঝরে।
বেলাশেষে পাখি হয়ে তুমি যাও নীড়ে
আমি মিশি আগামীর স্বপ্নের ভিড়ে।