মাঝে মাঝে মনে হয় কী যেন নেই
কষ্ট জমিয়ে বুকে কাঁদি নীরবেই
চোখ রেখে জানালায় তার মুখ খুঁজি
ঝরা পাতা হয়ে সখী ঘরে এলো বুঝি!
আমি শুধু ক্ষণ গুনি সে তো আসে না
মিষ্টি কণ্ঠে হেসে ভালোবাসে না
ডালিমের ডালে বসে টুনটুনি দুটি
গুনগুন কথা বলে করে খুনসুটি
চুপিচুপি বলে ওরা রোমিওর কথা
মুখ কেন কালো ওর কে দিল ব্যথা
জুলিয়েট কেন নেই রোমিওর পাশে
বিরহের সুর কেন বাজে চারপাশে?
কষ্ট জমিয়ে বুকে কাঁদি নীরবেই
চোখ রেখে জানালায় তার মুখ খুঁজি
ঝরা পাতা হয়ে সখী ঘরে এলো বুঝি!
আমি শুধু ক্ষণ গুনি সে তো আসে না
মিষ্টি কণ্ঠে হেসে ভালোবাসে না
ডালিমের ডালে বসে টুনটুনি দুটি
গুনগুন কথা বলে করে খুনসুটি
চুপিচুপি বলে ওরা রোমিওর কথা
মুখ কেন কালো ওর কে দিল ব্যথা
জুলিয়েট কেন নেই রোমিওর পাশে
বিরহের সুর কেন বাজে চারপাশে?
